আপডেট : ১২ অক্টোবর, ২০১৮ ২০:১৪
বিস্ফোরণ এড়াতে কিছু ও পরামর্শ
অনলাইন ডেস্ক
মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনের বিস্ফোরণের খবর পাওয়া যায়। বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের ফোন হঠাৎ বিস্ফোরণ ঘটে যা অনাকাঙ্খিত। Samsung সহ সম্প্রতি নানা ফোন, সামনে এসেছে Xiaomi Mi A1 বিষ্ফোরণের ঘটনা৷ আট মাস ব্যবহার পর চার্জ দেওয়ার সময় ফোনটি ফেটে যায়৷ বিস্ফোরণে সম্পূর্ণরুপে নষ্ট হয়ে যায় সেটটি৷ কিছুদিন আগে স্যামসাংয়ের বিরুদ্ধেও উঠেছিল এই একই ধরণের অভিযোগ৷ প্রযুক্তির যুগে সকলেই স্মার্টফোন নির্ভর, এতে সন্দেহ নেই৷ কিন্তু, কীভাবে এড়াবেন এধরণের ঘটনা?
১) স্মার্টফোনে বিস্ফোরণের অন্যতম মূল কারণ হিসেবে সামনে এসেছে ওভার-চার্জিংয়ের বিষয়টি৷ বেশিরভাগ ইউজারই রাতে ঘুমনোর সময় সারা রাত ধরে ফোনে চার্জ দিয়ে থাকেন৷ আর বেশি সময় ধরে চার্জ দেওয়ার ফলেই ওভার-হিটিংয়ের সমস্যা দেখা যায়৷ তাই, ফোন ফুল-চার্জ হয়ে গেলেই ফোনটিকে আন-প্লাগ করুন৷
