ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৮ ১৯:৫১

চালকবিহীন গাড়ি আনছে Tata Motors

ভোরের বাংলা ডেস্ক
চালকবিহীন গাড়ি আনছে  Tata Motors

প্রতিবেশি দেশ ভারতের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টাটা চালকবিহীন গাড়ি আনছে। দক্ষিণ কোরিয়ার হুন্দাইয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ভারতেই তৈরি হবে এই গাড়ি। 

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের হায়দরাবাদে হুন্দাই মোবিসের কারখানায় চালকবিহীন গাড়ি তৈরি করা হবে।    

 নতুন এই প্রোজেক্টে রাস্তায় যত ধরনের সমস্যার সম্মুখীন হওয়া সম্ভব সেই প্রসঙ্গে গবেষণা হবে।
 
এই প্রোজেক্টের সুচনার সময় জানানো হয়েছে হুন্দাই মোবিস প্রযুক্তি কেন্দ্রে ইতিমধ্যেই চালকবিহীন গাড় তৈরির কাজ শুরু হয়েছে। নতুন এই প্রজেক্ট সেই গবেষণাকে ত্বরান্বিত করবে। টাটা এক্সেলসির ডিজিটাল জগতে অভিজ্ঞতা ও আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এই কাজকে সাহাজ্য করবে

উপরে