ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২ নভেম্বর, ২০১৮ ১২:২০

অ্যাপলের নতুন আইপ্যাড প্রো

ভোরের বাংলা ডেস্ক
অ্যাপলের নতুন আইপ্যাড প্রো

অ্যাপল বাজারে আনলো আইপ্যাড সিরিজের নতুন ট্যাবলেট আইপ্যাড প্রো। প্রিমিয়াম এই ট্যাবলেটগুলো এবার তিনটি আকারে আনা হয়েছে। আইপ্যাড প্রোতে ব্যবহার করা হয়েছে অ্যাপলের নতুন এইট কোর এ১২এক্স বায়োনিক প্রসেসর যা নিউরাল ইঞ্জিন প্রযুক্তিতে সমর্থন করে। হোম বাটন সরিয়ে আনা হয়েছে অ্যাপলের ফেইস আইডি অথেনটিকেশন প্রযুক্তি। ১১ ইঞ্চির মডেলটির দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে, আর ১২.৯ ইঞ্চির সংস্করণটির দাম শুরু হবে ৯৯৯ ডলার।

 
উপরে