ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৮ ১৯:০৪

পিক্সেল স্লেট আনল গুগল

ভোরের বাংলা ডেস্ক
পিক্সেল স্লেট আনল গুগল

নতুন পিক্সেল স্লেট বাজারে বিক্রির ঘোষণা দিল গুগল। এটি ১১ ডিসেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। ডিভাইসটির দাম ৫৯৯ ডলার থেকে শুরু। দুইটি মেমোরি ও র‌্যাম ভার্সনে এটি পাওয়া যাবে। 

গুগলের নতুন পিক্সেল স্লেটের মিড লেভেল ভার্সনে রয়েছে ইনটেল কোর এমথ্রি প্রসেসর, ৮ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রম। এর দাম ৭৯৯ ডলার।

১৬ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রম ভার্সনেও এটি পাওয়া যাবে। এই ভার্সনের দাম ১৫৯৯ ডলার।  এতে রয়েছে ইনটেল কোর আই সেভেন প্রসেসর।

স্লেটটির এন্টি লেভেলেও পাওয়া যাবে। এই ভার্সনে থাকছে ৪ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম। এতে সেলেরণ প্রসেসর ব্যবহৃত হযেছে। এর দাম ৫৯৯ ডলার।

ট্যাবলেটটিতে আলাদাভাবে কি-বোর্ড কিনে ব্যবহারের সুযোগ রয়েছে। গুগলের কি-বোর্ডের দাম ১৯৯ ডলার।

উপরে