ঢাকা, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২৩ নভেম্বর, ২০১৮ ১১:৩১

অপো এ সেভেনের প্রি-বুকিং শুরু

ভোরের বাংলা ডেস্ক
অপো এ সেভেনের প্রি-বুকিং শুরু

দেশের বাজারে বিক্রির জন্য অপো এ সেভেনের প্রি-বুকিং শুরুছে। প্রি-বুকিং চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রি-বুকিং করা গ্রাহকরা আকষর্ণীয় গিফট বক্স পাবেন।

অপো এ সেভেনে রয়েছে ওয়াটারড্রপ স্ক্রিন এবং একটি শক্তিশালী ৪২৩০ এমএএইচ লিয়ন ব্যাটারি। এই হ্যান্ডসেটটিতে রয়েছে এআই ২.০ (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) সম্পন্ন ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ ও ২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা।

ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ চিপসেট, একটি ৬.২ ইঞ্চির নচ ডিসপ্লে। এই হ্যান্ডসেটটিতে আরও রয়েছে ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি রম এবং ২৫৬ জিবি পর্যন্ত বাড়তি মেমোরি ব্যবহারের সুযোগ। 

ফোনটি ৮.১ অরিও অপারেটিং সিস্টেমে চলবে। 

অপো এ সেভেন বাংলাদেশে পাওয়া যাবে ২৪ হাজার ৯৯০ টাকায়।

উপরে