প্লে স্টোর থেকে সরানো হলো ভয়ংকর ১৩ অ্যাপ
গুগলের প্লে স্টোর থেকে ১৩টি অ্যাপ সরানো হয়েছে। গুগলের দাবি, এসব অ্যাপগুলোর মাধ্যমে স্মার্টফোনে হানা দিচ্ছে ম্যালওয়্যার। তা রুখতেই এই পদক্ষেপ।
কীভাবে অ্যাপগুলির মাধ্যমে ম্যালওয়্যার ঢুকে পড়ে মোবাইলে? গবেষক জানাচ্ছেন, এই ১৩টি অ্যাপ সরাসরি কিছু করে না। বরং আপনাকে গেম সেন্টার নামের একটি এপিকে ডাউনলোড এবং ইনস্টল করতে বলে। সেটি ডাউনলোড হয়ে গেলে আপনার মোবাইলে অ্যাপ আইকনটি লুকিয়ে পড়ে। এরপর মোবাইল আনলক করলেই ইউজারদের মোবাইল স্ক্রিনে ভেসে ওঠে বিভিন্ন বিজ্ঞাপন। তাতেই ক্ষতিগ্রস্ত হয় ফোনটি। একটি ভিডিও পোস্ট করে লুকাস দেখিয়ে দিয়েছেন, কীভাবে অ্যাপগুলি কাজ করে। তবে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, তার জন্য ইতিমধ্যেই গেম সেন্টারটি অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল।
ট্রাক কার্গো সিমিউলেটর, কার ড্রাইভিং সিমিউলেটর, এক্সট্রিম কার ড্রাইভিং, মোটো ক্রস এক্সট্রিমের মতো গেমিং অ্যাপগুলো প্লে স্টোর থকে সরানো হয়েছে। মজার বিষয় হল, প্লে-স্টোরে এই অ্যাপগুলোর রেটিংও বেশ ভাল। তবে ১৩টি অ্যাপ সরিয়ে দেওয়ায় আপাতত অ্যানড্রয়েড স্মার্টফোন ইউজারদের আর কোনও বিপাকে পড়তে হবে না। যদিও এমন ঘটনা প্রথমবার ঘটল না। গত বছরও সাত লক্ষ ক্ষতিকর অ্যাপ প্লে-স্টোর থেকে সরিয়ে দিয়েছিল গুগল।
