ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৫ ০৯:১০

বিজয়ের মাসের অনুপ্রেরণা

বিজয়ের মাসের অনুপ্রেরণা
ছবি- ফাতেমা তুজ জোহরা
১৬ ডিসেম্বর বাঙালি জাতির গৌরবের দিন। ১৯৭১ সালে এই দিনে সীমাহীন ত্যাগের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। দুঃখজনকভাবে এই দিনটি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে। শহীদদের যে ন্যায়, মানবিকতা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল তা বাস্তবায়নের প্রশ্নে আমরা কতটা সফল, তা গভীরভাবে ভাবার সময় এসেছে। বিজয়ের এই মাসটি বারবার স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা পাওয়া যতটা কঠিন, তাকে রক্ষা করা তার চেয়েও কঠিন। স্বাধীনতা তখনই পূর্ণতা পায়, যখন প্রতিটি নাগরিকের জীবনে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হয়। ন্যায়বিচার, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করা, মতপ্রকাশের স্বাধীনতা ও সহনশীলতা বজায় রাখা, বৈষম্য ও সামাজিক অবিচার দূর করা, তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করা, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা করা এবং নৈতিকতা ও মূল্যবোধ চর্চা করাও সমান জরুরি। অর্জিত স্বাধীনতা শুধু স্মরণ নয়, রক্ষা ও বাস্তবায়নই হোক আমাদের বিজয় দিবস ও মাসের অনুপ্রেরণা।
উপরে